৫২ বছর বয়সে এসএসসি দিয়ে ইংরেজিতে আটকে গেলেন দুলু

দেলোয়ার হোসেন দুলু
দেলোয়ার হোসেন দুলু  © সংগৃহীত

তিন দশক আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পড়াশোনার ইতি টেনেছিলেন নাটোরের দেলোয়ার হোসেন দুলু। সময় গড়িয়েছে, বয়স পেরিয়েছে ৫০, কিন্তু থামেনি তার শিক্ষার প্রতি আগ্রহ। অবশেষে ৩৫ বছর পর আবারও ফিরে এসেছেন পরীক্ষার হলে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। তবে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় এবারও পাস করা হয়নি তার।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগড় ইউনিয়নের করমদোশী পশ্চিমপাড়ার বাসিন্দা দুলু বর্তমানে একজন ইউনিয়ন পরিষদ সদস্য। বয়স ৫২ হলেও তিনি মনে করেন, শেখার কোনো বয়স নেই। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দিতে গিয়ে আবারও নিজেই ফিরে যান পাঠ্যপুস্তকে। গোপনে ভর্তি হন নবম শ্রেণিতে এবং এ বছর রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদ্রাসা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

জানা যায়, ছোটবেলা থেকেই দেলোয়ার ছিলেন মেধাবী। ১৯৮৫ সালে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জুনিয়র বৃত্তি অর্জন করেছিলেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষাকেন্দ্রে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে বহিষ্কার করেন। সেই ঘটনার মানসিক আঘাতে ক্ষুব্ধ হয়ে পড়াশোনায় ইতি টানেন তিনি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলেছেন দেলোয়ার। একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপলব্ধি করেছেন শিক্ষার গুরুত্ব। সেই তাগিদেই ফের শিক্ষার পথে ফিরে আসা।

দেলোয়ার হোসেন বলেন, ‘ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। কিন্তু একটা ঘটনার কারণে সব থেমে গিয়েছিল। আবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই। সমাজের কটু কথাকে পাশ কাটিয়ে পরীক্ষা দিয়েছি। ইংরেজিতে পাস করতে পারিনি, তবে থেমে যাব না। আশা করি, আগামীবার পাস করতে পারব।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!