বাজারে সড়কের পাশে ময়লার স্তূপ, দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজারে সড়কের পাশেই জমে উঠেছে ময়লার বিশাল ময়লার স্তূপ । দীর্ঘদিন ধরে বাজারের বর্জ্য ফেলে রাখা হচ্ছে রাস্তার দুই পাশে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ এবং জনদুর্ভোগ।
রবিবার (৬ জুলাই) বিকেলে সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজারের বিভিন্ন দোকান ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের ফেলে যাওয়া কাঁচামালের বর্জ্যে রাস্তাজুড়ে ছড়িয়ে রয়েছে ময়লা-আবর্জনা। বৃষ্টির কারণে ময়লা ভিজে গিয়ে ছড়িয়ে পড়ায় সড়কে চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে বাজারের দক্ষিণ পাশে ছয় লেন সড়কের ওপর ময়লার স্তূপ আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয়রা জানান, বাজার এলাকায় কোনো নির্দিষ্ট ডাস্টবিন ব্যবস্থা না থাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে শুধু বাজার নয়, আশপাশের পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
এ সময় বাজারে আসা এক পথচারী রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে কাজে যাই। কিন্তু এখন দুর্গন্ধে আর যাওয়া যায় না। ময়লার উপর দিয়েই হাঁটতে হয়।’
নারী ক্রেতা সালমা আক্তার বলেন, ‘বাজারে আসলে প্রথমেই দুর্গন্ধে মন খারাপ হয়ে যায়। সবজি কিনতেও সংশয় জাগে, পাশে ময়লার স্তূপ পড়ে আছে।’
ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সারাদিন ব্যবসা করি, কিন্তু কোথাও ময়লা ফেলার জায়গা নেই। দোকান গুছিয়ে ময়লাগুলো রাস্তার পাশেই রাখতে হয়। প্রশাসন ব্যবস্থা নিলে আমরাও আর এখানে ফেলতাম না।’
চাতরী চৌমুহনী বাজার মালিক সমিতির উপদেষ্টা নুরুল হুদা বলেন, ‘আমরা চেষ্টা করি বাজারে শৃঙ্খলা রাখতে। কিন্তু বাইরের ব্যবসায়ীরা পণ্য বিক্রি শেষে ময়লা রাস্তার পাশে ফেলে চলে যায়। এভাবেই ময়লার স্তূপ তৈরি হচ্ছে।’
উল্লেখ্য, কয়েকদিন আগেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান চালিয়ে ওই এলাকায় ময়লা ফেলা নিষিদ্ধ করেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয় কিছু দোকানিকে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি সেখানে অভিযানে গিয়েছি। ইজারাদারদের বলেছি খাস জমি চিহ্নিত করে জানাতে, যাতে ডাস্টবিন স্থাপন করা যায়। কিন্তু তারা এখনও কিছু জানায়নি। জানালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’