দু’পক্ষের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

০৪ জুলাই ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৯:১২ AM
মোহাম্মদ আলমগীর

মোহাম্মদ আলমগীর © সংগৃহীত

গ্রামের দুই কিশোর গ্রুপের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা মোহাম্মদ আলমগীর (৪৩) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে চট্টগ্রামের রাউজানের উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হারপাড়া গ্রামে মুরগি বিক্রির দোকান করেন আলমগীর। তাঁর দোকানের সামনেই কিশোরদের দুটি পক্ষের মধ্যে মারামারি চলছিল। ১০-১২ জন মারামারিতে লিপ্ত ছিল। সেখানে গিয়ে আলমগীর দু’পক্ষের মাঝে সমঝোতার চেষ্টা করেন। ধস্তাধস্তির মাঝে এক পর্যায়ে বুকে ব্যথা অনুভব হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা কবির সওদাগর দাবি করেন, দু’পক্ষের ধস্তাধস্তির মাঝে তাঁর বুকে ঘুসি লাগার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলমগীরের ছোট ভাই মুহাম্মদ রফিক দাবি করেন, তাঁর ভাই ঘুসির আঘাতে অসুস্থ হয়ে পড়েন ও পরে মৃত্যু হয়।

এ ব্যাপারে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই কিশোর গ্রুপ মারামারি করছিল। তাদের থামাতে যান আলমগীর। এ সময় দু’পক্ষের ধস্তাধস্তির মাঝে ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। হৃদরোগের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত ব্যক্তির পরিবারেরও কোনো অভিযোগ নেই। তাই আমরা এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করছি।

বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন মসজিদ নিয়ে বিতর্ক, যা …
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর টাকার খাম! মিডিয়া সেলের অস্বীকার, মুফতি উস…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬