ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত © সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রাকচাপায় ইসলাম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা বাজারে এ ঘটনা ঘটেছে।
ইসলাম উদ্দিন উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের আব্দুল জলিল ভূঞার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান আউজিয়া গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন বুধবার সন্ধ্যার দিকে স্থানীয় মাসকা বাজারে বাজার করতে আসেন। রাত ৮টার দিকে বাজার শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্ব পালন কারি চিকিৎসক রাত ৯ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে রাস্তায় তিনি মারা যান।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।