ময়মনসিংহে সিএনজি-অ্যাম্বুল্যান্সে মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে সিএনজি-অ্যাম্বুল্যান্সে মুখোমুখি সংঘর্ষ
ময়মনসিংহে সিএনজি-অ্যাম্বুল্যান্সে মুখোমুখি সংঘর্ষ  © টিডিসি ফটো

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা সিএনজির যাত্রী হলেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি যাত্রীবাহী সিএনজি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে রামচন্দ্রপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন: দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে, সতর্ক বার্তা স্বাস্থ্য অধিদপ্তরের

তিনি আরও জানান, দুর্ঘটনায় সিএনজির চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুল্যান্সটি পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। দুর্ঘটনার সময় অ্যাম্বুল্যান্সটিতে কোনো রোগী ছিল না এবং এটি হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছিল।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ