প্রতীকী ছবি © সংগৃহীত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাঈম (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই গ্রামের হার্ডওয়্যার অ্যান্ড ওয়ার্কশপ ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
সিদ্দিকুর রহমান বলেন, ‘নাঈমকে ভর্তি করানোর জন্য ঝাঞ্জাইল মাদ্রাসায় গিয়েছি। দোকানের পাশেই ছিল অটোরিকশার ব্যাটারি চার্জের দোকান। সবার অগোচরে ওই দোকানে গিয়ে বিদ্যুতের তারে হাত দিতেই মাটিতে লুটিয়ে পড়ে নাঈম। আশপাশের লোকজনের সহায়তায় নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান শিশু মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর মৃত্যুটি হৃদয়বিদারক। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।