এলাকায় বেড়েছে চুরি, প্রতিরোধে সমাবেশের ডাক এলাকাবাসীর

সমাবেশের ডাক এলাকাবাসীর
সমাবেশের ডাক এলাকাবাসীর  © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর উপজেলায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় এলাকাবাসীরা। এ পরিস্থিতিতে আজ সোমবার (১৬ জুন) ডেপরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত মঙ্গলবার (১০ জুন) উপজেলার কাঁচিহারা এলাকায় চোর নিরোধনের জন্য বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেপরাইপ্যাচ, চিনাডুলী, বলিয়াহদ, সিংভাঙ্গা, দেওয়ানপাড়া, সোনামুখী, দক্ষিণ ধর্মকুড়া, পচাবহলা ও কাঁচিহারা এলাকার জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা নূরনবী আকন্দ। বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল, সমাজসেবক আল আমিন হোসাইন, শাহজাহান মিয়া, লাল মিয়া, মাইনুল হক প্রমুখ। 

এর আগে কাঁচিহারা গ্রামে চোর হটানো কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ, জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আমজাদ হোসাইনসহ অনেকে।

কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি চুরির ঘটনা ভয়াবহভাবে বেড়ে গেছে। বিশেষ করে গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র গরু-ছাগল, হাঁস-মুরগি, যানবাহন, দোকানের মালপত্রসহ মূল্যবান জিনিস চুরি করে নিচ্ছে। ঈদের সময় চুরির হার আরো বাড়ে। কয়েকদিন আগে ডেপরাইপ্যাচ গ্রামে দুলাল শেখের বাড়ি থেকে গরু চুরি করতে এসে তিনজন চোর ধরা পড়ে।

এছাড়া ইলিয়াস মিয়া, আলম হাজী, শাহ আলম শেখ, আল আমিন মিয়া, ইয়াছিন আলী ও সিরাজুল ইসলামের বাড়ি ও দোকানে একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, জনগণকে সচেতন করতে সভা ও বৈঠকের আয়োজন চলছে। টহল ও নজরদারি বাড়ানো হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence