৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৫৪ শিশু-কিশোর

পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যানরা
পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যানরা   © টিডিসি ফটো

নিয়মিত ৪০ দিন নামাজ আদায় করে পাবনার ভাঙ্গুড়ায় পুরস্কার পেলেন ৫৪ শিশু কিশোর। সোমবার( ১৬ জুন) পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া ঈদগা মাঠ চত্বরে আনুষ্ঠানিকভাবে নিয়মিত সালাত আদায়কারী ওই শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এতে করে মাদক ও অপরাধ মুক্ত সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা।

জানা গেছে, পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজ হতে মাদক ও অপরাধ দূর করতে কোমলমতি শিশু কিশোরদের (৫ থেকে ২০ বছর বয়সি) ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে ৪০ দিন নিয়মিত সালাত আদায় কারিদের মাঝে পুরস্কার বিতরণের ঘোষণা দেন এই সংগঠনটি। এতে সাড়া দিয়ে পার ভাঙ্গুড়া ইউনিয়নের চরপাড়া জামে মসজিদে ৫৪ জন শিশু কিশোর অংশগ্রহণ করেন। দীর্ঘ ৪০ দিন নিয়মিত সালাত আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে চারটি বাইসাইকেল, স্কুল ব্যাগ, ছাতা ও হাত ঘড়ি পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। রবিবার সংগঠনটির আয়োজনে চরপাড়া ঈদগা ময়দান চত্বরে প্রধঅন অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাজমুন নাহার আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি মো: রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ওমর ফারুক, রাবেয়া মনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোসাম্মৎ সাবিহা ইয়াসমিন অনু, দিয়ারপাড়া দাখিল মাদ্রাসার সুপার মনিরুজ্জামানসহ শিশু-কিশোরদের অভিভাবক বৃন্দ।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নামাজ যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। কোমলমতি শিশু কিশোরা একটানা ৪০ দিন যাবত সালাত আদায় করলে তারা খারাপ পথে যেতে পারবে না। এতে সমাজে অন্যায় ও অপরাধ অনেকাংশ কমে আসবে। পাশাপাশি প্রত্যেকটি পরিবারকে তাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence