কর্ণফুলী নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া শিশু মো. ইমনের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) বিকেলে নিখোঁজের একদিন পর কোদালা চা বাগান সংলগ্ন ব্রিকফিল্ড বালুর টাল এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
য়জানা গেছে, মঙ্গলবার (১০ জুন) ঈদ উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড রাইখালী এলাকার বাসিন্দা রিকশাচালক মো. আব্দুল গনির বাড়িতে বেড়াতে আসে ইমনের পরিবারের সদস্যরা ও পাশের প্রতিবেশী আরিফাদের পরিবার। মঙ্গলবার সকালে রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার ঘাটে খেলার একপর্যায়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে ইমন ও আরিফা।
গভীর পানিতে ডুবে গিয়ে তারা নিখোঁজ হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে বেলা সাড়ে ১২টার দিকে আরিফার মরদেহ চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছিল ইমন। অবশেষে একদিন পর তার লাশও উদ্ধার করা হয়। দুই শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইমন চট্টগ্রামের ষোলশহর এলাকার মো. ফোরকানের ছেলে। আর আরিফা আক্তার ভোলা জেলার বাসিন্দা ও বর্তমানে চট্টগ্রামের পাঁচলাইশ আইডব্লিও কলোনির আনোয়ার হোসেনের মেয়ে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আরিফার মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। পরে লোকমুখে ইমনের লাশ উদ্ধারের খবরও পাওয়া গেছে।