আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড়

১১ জুন ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৮:৫১ PM
জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড়

জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড় © সংগৃহীত

সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় আটকে পড়ে দদুটি জাহাজ। জাহাজগুলো দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা, করছেন ভিড়।  

জানা গেছে, গত ২৯ মে রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে সাগরে প্রবল জোয়ার ও দমকা হাওয়ার কারণে কয়লা বোঝাই নাভিমার-৩ কার্গো ও মারমেইড-৩ লাইটার নামের দুটি জাহাজ উপকূলের কাছাকাছি এসে আটকে যায়। এরপর থেকেই জাহাজ দুটি কূলের অদূরে স্থির হয়ে পড়ে আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূর-দূরান্ত থেকে মানুষ পরিবার-পরিজন নিয়ে জাহাজ দেখতে আসছেন। কেউ মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ জাহাজের কাছে গিয়ে তা দেখছেন। জাহাজের পটভূমিতে ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছে।

চট্টগ্রাম শহর থেকে ঘুরতে আসা পর্যটক আকিবুর রহমান বলেন, ‘এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। এত বড় জাহাজ এত কাছে থেকে দেখছি, এটা জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা।’

আরেক দর্শনার্থী কলেজ শিক্ষার্থী তাইছির জুবাইর বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়লেও জাহাজ দুটি এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। তবে এমন দৃশ্য আমাদের জন্য নতুন নয়। ক্লাস ফাইভে থাকাকালেও ঘূর্ণিঝড় মোরায় ক্রিস্টাল গোল্ড জাহাজটি পারকি সমুদ্র সৈকতের বালুচরে আটকে পড়েছিল।’

তবে স্থানীয়রা জানিয়েছেন, জাহাজ দুটি দীর্ঘদিন এভাবে আটকে থাকায় বেড়িবাঁধে ধাক্কা লেগে ক্ষয় দেখা দিয়েছে। সামান্য জোয়ারেই বাঁধের পাড় ভেঙে যাচ্ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ লাগোয়া মসজিদটি।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন জোয়ার-ভাটার কারণে জাহাজ থেকে পানি ধাক্কা খেয়ে বাঁধের পাড়ে ভাঙন ধরেছে। এখনই ব্যবস্থা না নিলে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে, জাহাজ দুটি উদ্ধারে এখনো বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে উদ্ধারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। তবে, জাহাজ দুটি কতদিন এভাবেই থাকবে, তা এখনও নিশ্চিত নয়।

 

সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬