ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

১০ জুন ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১১:২৫ AM
ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়ির পাশে শসা চাষ করেছেন সরকার বাড়ির সমাজের জুয়েল মিয়া। সেই শসা গত কয়েকদিন ধরে রাতের বেলায় কারা যেন চুরি করে নিয়ে খেয়ে ফেলে। পরে জানা যায় বড় হাটি সমাজের এ কাজ করেছে। বিষয়টি নিয়ে বিচার শালিস চাওয়া হয় বড় হাটি সমাজের কাছে। কিন্তু বড় হাটি সমাজ এর বিচার দিতে নারাজ। 

এর জেরে মঙ্গলবার সকালে বড় হাটি সমাজের লোকজন হামলা চালায় সরকার বাড়ির উপর। যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নিয়েছেন অন্তত ৮১ জন। আহতদের মধ্যে রয়েছেন—মাসুক মিয়া, আমিন মিয়া, লদন মিয়া, সারোয়ার, জান আলম, রজব আলী, সাকিব, ফুল জাহান, কাদির, এমরান, ছাদেক, বিং রাজ বেগম, হাসান, ছালেক, হাফিজ, নজরুল, ইমন, আজাদ ও আজিজসহ অনেকে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি খাইরুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধর্ষণচেষ্টার এজাহারেও ১৭ উল্লেখ করেছিলেন সুরভীর মা, পাত্তা …
  • ০৬ জানুয়ারি ২০২৬
সুরভীর বাসায় নাহিদ ইসলাম
  • ০৬ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর থানায় দুঃখ প্রকাশ বৈষম্যবিরোধী নেতাকর্মীদ…
  • ০৬ জানুয়ারি ২০২৬
আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ০৫ জানুয়ারি ২০২৬
প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্টে হাতে স্বাক্ষর বাধ্যতামূলক
  • ০৫ জানুয়ারি ২০২৬
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২
  • ০৫ জানুয়ারি ২০২৬