জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

০৭ জুন ২০২৫, ১২:১৯ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৭:২৮ AM
ঈদুল আজহার

ঈদুল আজহার © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামীকাল সকাল সাড়ে ৭টায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদের এই জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম থাকবে ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক মাওলানা মো. জাকির হোসেন। কারী হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান ও কারি মো. ইসহাক।

আরও পড়ুন: আজ পবিত্র ঈদুল আজহা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এই জামাতের আয়োজন করছে। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া এস সংবাদ সম্মেলনে জানান, একসাথে ৩৫ হাজার মুসল্লির এক সাথে জামাত আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। 

তিনি জানান, নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও সেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ভিআইপি ব্লকে একসাথে ২৫০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, সার্বক্ষণিক মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। পৃথক প্রবেশ ও প্রস্থান গেট এবং নারী মুসল্লিদের জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সূত্র: বাসস 

সরকারি চাকরির চলমান সব বিজ্ঞপ্তি, ডেডলাইন অনুযায়ী (০২ জানুয়…
  • ০২ জানুয়ারি ২০২৬
এনইআইআর সিস্টেমে মোবাইল রেজিস্ট্রেশনের সংখ্যা নিয়ে আতঙ্ক, য…
  • ০২ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের ১ প্রার্থীর মনোনয়ন স্থগিত
  • ০২ জানুয়ারি ২০২৬
ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৬
  • ০২ জানুয়ারি ২০২৬
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
  • ০২ জানুয়ারি ২০২৬
আরও ১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!