রাজধানীতে জলাবদ্ধতা কমাতে যে সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৯:৩৬ AM
সম্প্রতি টানা কয়েকদিন বৃষ্টিপাতে ঢাকা নগরীসহ দেশের বিভাগীয় ও জেলা শহরে জলাবদ্ধতা দেখা গিয়েছে। বিগত বছরগুলোতে জলাবদ্ধতা কমানোর জন্য বিভিন্ন নগর এলাকায় নেয়া ড্রেনেজ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু নগর এলাকায় জলাবদ্ধতার উল্লেখযোগ্য উন্নতি হয়নি, কিন্তু কোনো কোনো এলাকার অবস্থা আরো অবনতির দিকে বলে মতামত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এসময় জলাবদ্ধতা কমাতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন তারা।
আজ মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় ‘নগরায়ণ ও উন্নয়নবিষয়ক পর্যালোচনা: আগাম বর্ষায় নগর এলাকায় জলাবদ্ধতা’ শীর্ষক অনুষ্ঠানে এসব পরামর্শ দেন পরিকল্পনাবিদরা। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ পড়েন আইপিডির পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহজালাল মিশুক, পরিকল্পনাবিদ শেখ আদনান ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরহাদুর রেজা, পরিবেশ বিশেষজ্ঞ আসিফ ইকবাল ও পরিকল্পনাবিদ ফাহিম আহম্মেদ মন্ডল প্রমুখ।
নগর এলাকায় জলাবদ্ধতা কমাতে আইপিডির সুপারিশগুলো হলো- পানিপ্রবাহের পথ নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখা; বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি করা ও জনগণকে সচেতন করা; উন্মুক্ত পদ্ধতিতে খালের ব্যবহার; নগর এলাকায় সবুজ এলাকা ২৫ শতাংশ ও জলাশয়-জলাধার এলাকা ১০ - ১৫ শতাংশ এবং কনক্রিট এলাকা সর্বোচ্চ ৫০ শতাংশ রাখা; পুকুর জলাধার জলাশয় রক্ষা করা ও প্রয়োজনে নতুনভাবে তৈরি করা।
এ ছাড়াও বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা; জিআইএস-ওয়াটার মডেলিং সহ আধুনিক ড্রেনেজ ও নগর পরিকল্পনার সমন্বয়; নগর সংস্থাসমূহে কারিগরি জ্ঞান ও যন্ত্রপাতিসমৃদ্ধ ড্রেনেজ বিভাগ তৈরি করা; পরিকল্পনার বাস্তবায়ন ও আইনের প্রয়োগ; খাল দখলদারদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান; স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করে তাদের দায়বদ্ধ করা; বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ এবং পরিকল্পনা; প্রকৌশল, ব্যবস্থাপনা, কমিউনিটি অংশগ্রহণ; নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থার কার্যকর মিথস্ত্রিয়া নিশ্চিত করা।