অনুমোদনের পরও হয়নি রেলপথ, দাবি আদায়ে স্মারকলিপি

০৩ জুন ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

সাতক্ষীরায় অনুমোদনপ্রাপ্তির পরও নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেলপথের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা অংশ নিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। অথচ অনুমোদন দেওয়া হলেও ব্রডগেজ রেলপথের বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা অত্যন্ত হতাশাজনক। আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের সহকারী অধ্যাপক মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান।

আরও পড়ুন : তালাবদ্ধ এনটিআরসিএ কার্যালয়, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতের নায়েবে আমির ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহসভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম।

এ ছাড়া বক্তব্য দেন রেল আন্দোলনের অন্যতম আহ্বায়ক সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন, সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ জায়গায় রেলপথ থাকলেও সাতক্ষীরা এখনো রেল সংযোগ থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই ন্যায্য অধিকার, চাই রেলপথ বাস্তবায়ন।

তারেক রহমানের প্রেস সচিব হলেন সাংবাদিক সালেহ শিবলী
  • ০৩ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন
  • ০৩ জানুয়ারি ২০২৬
এবি পার্টির মঞ্জুর টক শো থেকে আয় ৫ লাখ ৮০ হাজার টাকা
  • ০৩ জানুয়ারি ২০২৬
ট্রাফিক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে দল থেকে অব্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে তিন দিনব্যাপী খুরুজ ইজতেমা শুরু রবিবার
  • ০৩ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি : নাসীরুদ্দীন প…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!