শেরপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ১১

০১ জুন ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৩৯ PM
পুলিশের হেফাজতে গ্রেপ্তার কয়েকজন

পুলিশের হেফাজতে গ্রেপ্তার কয়েকজন © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ বাংলাদেশি ১১ নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (১ জুন) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭), ছেলে লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস); কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫) ও খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা. লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।

আরও পড়ুন: শিক্ষক নিবন্ধন সনদ পাওয়া ৩৫ ঊর্ধ্বদের নিয়ে মন্ত্রণালয়ের সভা শুরু

পুলিশ জানায়, শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানান। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা স্বীকার করেন, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন। এখন অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন। পরে তাদের আটক করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে দুটি মুঠোফোন ও বাংলাদেশি সিম কার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করেছে বিজিবি। রবিবার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্…
  • ০২ জানুয়ারি ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎবিহীন-তালাবদ্ধ রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে ছাই প্রা…
  • ০২ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তির পর কারাগারের সামনেই প্রতিপক্ষের গুলিবর্ষণ, এ…
  • ০২ জানুয়ারি ২০২৬
ফজরের নামাজের পূর্বের যে আমলে বৃষ্টির মত বর্ষিত হবে রিযিক
  • ০২ জানুয়ারি ২০২৬
ইসলামি দলগুলো নারী প্রার্থীদের কীভাবে গ্রহণ করেছে—জানালেন ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!