খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মিনহাজ (২) ও  নাফিজা (২) নামে  দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত মিনহাজ উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড চরকাঁলাচাদ (শাহাজী চৌমূহনী) এলাকার শাহাজাহান মিয়া বাড়ির হাচনাইনের ছেলে। অন্যদিকে নিহত নাফিজা একই পরিবারের সোহেলের ছেলে। মিনহাজ ও নাফিজা সম্পর্কে চাচাতো ভাই-বোন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে মিনহাজ ও নাফিজা তাদের উঠানে খেলছিল। এর কিছুক্ষণ পর তাদের কোন সাড়াশব্দ না পেয়ে মিনহাজের মা তাদের খুঁজতে বের হয়ে দেখেন বাড়ির পাশের পুকুরের পানিতে দুই শিশু ভাসছে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পানিতে নেমে তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে  মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাস বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ