শেরপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

৩১ মে ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
শেরপুর

শেরপুর © সংগৃহীত

শেরপুরে পৃথক দুইটি মর্মান্তিক ঘটনায় জমজ দুই বোন, এক বৃদ্ধা ও এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত শেরপুর সদর, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় এসব ঘটনা ঘটে।

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চর নামাপাড়া এলাকায় ডোবার পানিতে ডুবে জমজ দুই বোন শিলা ও নীলার (১২) মৃত্যু হয়। তারা ছিলেন স্থানীয় রিকশাচালক মো. আব্দুস সালামের মেয়ে। দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে ডোবায় গোসল করতে গিয়ে তারা ডুবে যায়। স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

এই ঘটনায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘বিষয়টি জানার পরই আমরা খোঁজ নিয়েছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে, নালিতাবাড়ী উপজেলার মানিককুড়া গ্রামে নাতনিকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে বজ্রপাতে মারা যান খোরশেদ আলমের স্ত্রী। ভাগ্যক্রমে তার সঙ্গে থাকা নাতনি বেঁচে যায়।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘বজ্রপাতে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

একই সময়ে নকলা উপজেলার বড়পাগলা গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান কৃষক সমির উদ্দিন সমু (৫৮)। নকলা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

আকস্মিক এসব মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রাকৃতিক দুর্যোগে সতর্কতার উপর গুরুত্বারোপ করেছেন।

ছয় কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে আরও ২ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে যারা?
  • ০৭ জানুয়ারি ২০২৬
বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘খেজুর গাছটাকে আপনারা ধানের শীষ বানালে আমি এমপি হব’
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে চার কেন্দ্রের ফলাফল প্রকাশ, কার ভোট কত?
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে সভায় বসছেন উপাচার্যরা
  • ০৭ জানুয়ারি ২০২৬