রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মে ২০২৫, ০২:২৯ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৪:৩৪ PM
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ভূমিসেবা সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাঙ্গামাটিতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আজ রবিবার (২৫ মে) সকালে জেলা জিমনেসিয়ামের হলরুমে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জিমনেসিয়াম হলরুমে ভূমিসেবা-বিষয়ক ১০টি স্টলে সেবা প্রদান করা হবে।
জেলা প্রশাসক বলেন, পার্বত্য অঞ্চলের তিন ধরনের ভূমি ব্যবস্থাপনার সঠিক তথ্য না জানার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। ভূমি ব্যবস্থাপনার জটিলতা নিরসনের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। সঠিক তথ্য জানা থাকলে সংঘাত ও দ্বন্দ্ব কোনোটাই থাকবে।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং জেলা অতিরিক্ত ভূমি কমিশনার রুবাইয় বিনতে কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান, ১০৪ নম্বর ঝগড়াবিল মৌজার হেডম্যান সরঞ্জন দেওয়ান, ১০২ নম্বর মৌজার কার্বারি শ্যামল মিত্র চাকমা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জিমনেসিয়াম চত্বরে একটি র্যালি অনুষ্ঠিত হয়।