১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
- বেনাপোল (যশোর) প্রতিনিধি
- প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকায় লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, অভিযুক্ত সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় অভিযুক্ত সিরাজুল ইসলামের বাড়ির পাশেই। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা দু জন সকাল হলে বাড়ি থেকে কাজের জন্য বের হয়ে যান। তাদের বাড়িতে না থাকার সুযোগে ও অভিযুক্ত সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ আত্মীয়ের বাড়িতে অবস্থান করায় প্রায় ৪ দিন তার মেয়েকে ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে।
আরও পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানিতে শাস্তি পাওয়া ঢাবি অধ্যাপক হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি
তিনি আরও জানান, সবশেষ গত শুক্রবার দুপুরে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে তাকে জানায়। পরে ধর্ষণের শিকার ভুক্তভোগী শিশুও জানায়, ১০ টাকা করে দিয়ে সিরাজুল তাকে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে। পরে বিষয়টি গ্রামের মাতব্বরদের জানিয়েও কোনো সাড়া না পেয়ে আজ মঙ্গলবার থানায় গিয়ে অভিযুক্ত সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্তে একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং অভিযুক্ত সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।