গাছের সঙ্গে বেঁধে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
নাটোরের সদর উপজেলার আমিরগঞ্জ বাজারে গাছের সঙ্গে বেঁধে ছাত্রলীগের সাবেক এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। আহত ব্যক্তি জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়া।
জানা গেছে, শনিবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মামুন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আব্দুল্লাহ আল মামুন নাটোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ভুঁইয়ার ভাই এবং সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে। ঘটনার সময় তিনি ব্যবসায়িক কাজে রাজশাহী অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে জোর করে ধরে এনে নাটোর সদরের আমিরগঞ্জ বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় বলে মামুন নিজেই অভিযোগ করেন।
আহত অবস্থায় নাটোর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেলে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। নাটোর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বলেন, “হাসপাতালে আনার সময় রোগীর মাথায় গুরুতর আঘাত এবং পায়ে গভীর ক্ষতের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।”
মামুন অভিযোগ করেন, স্থানীয় বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ আরও কয়েকজন মাইক্রোবাসে করে তাকে জোর করে রাজশাহী থেকে নিয়ে আসে। পরে জনসমক্ষে তাকে মারধর করা হয় এবং আশপাশের কাউকে তাকে সাহায্য করতে দেওয়া হয়নি। একইদিন সকালে তাঁর এক চাচাতো ভাই চাঁদা না দেওয়ায় মারধরের শিকার হন বলেও দাবি করেন মামুন।
এ ঘটনায় বক্তব্য জানার জন্য চেষ্টা করেও অভিযুক্ত কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন দিলে কেউ ফোন রিসিভ করেনি।
তবে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। দীর্ঘদিন ধরে মামুন ও তার পরিবার ওই এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছে, এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের মধ্যেই প্রতিক্রিয়া দেখা দিতে পারে।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যেই স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”