বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কের ওপর হামলা, ছাত্রদলের সেই নেতা গ্রেপ্তার

০৭ মে ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৭ PM
জিল্লুর রহমান

জিল্লুর রহমান © সংগৃহীত

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ তিন প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতা জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৭ মে) দুপুরে রাজধানীর উত্তরা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জিল্লুর জেলা ছাত্রদলের সহসম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করে ফেনী জেলা ছাত্রদল। এ সিদ্ধান্ত গ্রহণ করেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহসমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশির ওপর অতর্কিত হামলা চালায় জিল্লুর ও তার সহযোগীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আমরা তিনজন (আমি, সালমান ও নাদিয়া) ফেনী সদর হাসপাতালে আমাদের এক রোগীকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে দাঁড়িয়ে রোগীর জন্য কিছু নিয়ে আসা যায় কি না, তা নিয়ে আলোচনা করছিলাম। এ সময় কলেজ ছাত্রদলের জিল্লু আমাদের প্রতিনিধি নাদিয়াকে অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করে। কারণ, গত চার-পাঁচ মাস আগে নাদিয়া তাদের কলেজের কিছু কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল। সে কারণে সে ক্ষিপ্ত হয়ে গালি দেয়।’

আরও পড়ুন: শিথিল শাটডাউন কর্মসূচি, তালা খুলছে পলিটেকনিকে

তিনি আরও বলেন, ‘আমরা তখন তাকে বলি গালি দেবেন না। এতেই সে ক্ষেপে গিয়ে বলে, তোর এত স্পর্ধা! এরপর সে আমার ওপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজনকে নিয়ে এসে আমাদের তিনজনের ওপর চাপাতি ও অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগীরা ফেনী মডেল থানায় একটি মামলা করেছিল। পরে রাজধানীর উত্তরায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিল্লুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমন নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দী…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকমীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬