ঋণের বোঝা বইতে না পেরে বিধবা নারীর আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীতে ঋণের বোঝা বইতে না পেরে নিলুফা বেগম (৪৮) নামে এক বিধবা নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) সকালে নিউমার্কেট থানার সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দীন। 

নিহত নিলুফা বেগম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতপুরের আসিফ আলীর মেয়ে। তিনি একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। বর্তমানে সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই সুমন আলী জানান, নিলুফা গাউছিয়া এলাকার একটি পোশাক কারখানায় কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। বেশ কয়েক বছর আগে তার স্বামী মারা গেছেন। এরপর থেকে সন্তানদের নিয়ে কঠিন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। সংসার চালাতে স্থানীয় একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, যা নিয়ে মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১ মে) বিকেলে নিলুফা সায়েন্স ল্যাবরেটরি এলাকার তাদের বাসায় বেড়াতে আসেন। আজ সকালে হঠাৎ তিনি বাথরুমে ঢুকে ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দীন বলেন, এ ধরনের একটি তথ্য আমাদের কাছে এসেছে। মরদেহ   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে আমাদের একজন অফিসার পাঠানো হয়েছে। 

এটি হত্যা নাকি আত্মহত্যা জানতে চাইলে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। তদন্ত সাপেক্ষে আমরা জানাতে পারব।

হাসপাতালে দায়িত্বরত উপ-পরিদর্শক এসআই মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মরদেহ ময়না তদন্ত চলছে। স্বজনদের থেকে জানতে পেরেছি, উনি ঋণগ্রস্ত ছিলেন। ঋণের চাপে মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!