মাদক কারবারিদের হামলায় গোয়েন্দা পুলিশের ৫ সদস্য আহত, আটক ৩

ডিবি ফেণী/প্রতীকী ছবি
ডিবি ফেণী/প্রতীকী ছবি  © সংগৃহীত

ফেনীর ছাগলনাইয়ায় অভিযানে গিয়ে মাদককারবারিদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন-জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জয়নগর গ্রামের মাদককারবারি আলমগীর প্রকাশ সোর্স আলমগীরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের একটি টিম অভিযানে যায়। অভিযানে আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক সেখানকার ৪০-৫০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা অভিযুক্ত আলমগীরকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে জয়নগর গ্রামের শফি উল্যাহর ছেলে জয়নাল আবদীন সিফাত (২০), তার মেয়ে রুজিনা আক্তার (৩২) ও রহিম উল্যাহর স্ত্রী রূপধনকে (৪৮) আটক করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence