চবির অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ সমাবেশ  © টিডিসি

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবি ও রাঙ্গামাটিতে এক তরণী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

সমাবেশে অপহরণের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে অবিলম্বে অপহৃত পাঁচ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় দ্রুত মুক্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

আজ রবিবার (২০ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে ‘আদিবাসী’ ছাত্র সমাজ ব্যানারে শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি আদালত পাড়ার বটতলায় সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা অপহরণের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি অপহরকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক মো. ফাহিমকে গ্রেপ্তার করে বিচারে আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়৷

আরও পড়ুন: জবি কর্মচারী গোবিন্দ চন্দ্রের দোকানে তালা দিলেন ছাত্রদল নেতা

সমাবেশে বক্তব্য দেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সমিতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, বিএমসিসি সভাপতি উক্যনু মারমা ও তুষন চাকমাসহ অনেকে।

গত বুধবার (১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করে আসছে সন্তু লারমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence