শেরপুরে জমে উঠেছে ঈদের বাজার

 জমে উঠেছে ঈদবাজার
জমে উঠেছে ঈদবাজার  © টিডিসি

ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরে জমে উঠেছে ঈদবাজার। শহরের নিউ মার্কেট, মুন্সি বাজার, নয়ানী বাজার মার্কেট, তিনানি বাজার মার্কেটগুলোতে বাড়ছে ব্যবসায়ীসহ ক্রেতাদের ব্যস্ততা। বিপণি বিতান, মার্কেটগুলো এখন নতুন নতুন দেশি-বিদেশি হরেক রকম জামা-কাপড়ে ঠাসা। দোকানগুলো ক্রেতার ভিড়ে জমজমাট।

ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ পরিবারের সবার জন্য জামা-কাপড়, জুতো, প্রসাধনীসামগ্রী কিনতে ব্যস্ত মানুষ। বিশেষ করে পরিবারের কর্তারা ব্যস্ত পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে। শপিংমলগুলোতে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলছে বেচা-কেনা।

ঈদের জামায় এবার মেয়েদের জন্য পাকিস্তানি ড্রেস, থ্রিপিস, শাড়ি, আলিয়া কাট, সারারা, নাইরা চলছে বেশি। ছেলেদের দৃষ্টি বেশি পাঞ্জাবির দিকে।

ব্যবসায়ীরা জানান, ১৫ রমজানের পর থেকেই তাদের ব্যবসা জমে উঠছে। বর্তমানে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। কাপড়-চোপড়ের দোকানগুলোতে এখন বেশ ভিড়। সামনের দিনগুলোতে জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে ভিড় আরও বাড়বে।

এদিকে ঈদের কেনাকাটায় ক্রেতাদের ভিড় জমে উঠেছে ফুটপাতগুলোতেও। বলতে গেলে ফুটপাতই এখন মধ্যবিত্ত এবং দরিদ্রদের ঈদের প্রধান বাজার। তবে স্বল্প বেতনভোগী ও খেটে খাওয়া মানুষকে আপাতত কেনাকাটায় খুব একটা দেখা যাচ্ছে না। ঈদের কয়েকদিন আগে কেনাকাটা করবে বলে জানিয়েছেন ফুটপাতের দোকানিরা।

বস্ত্র মালিক সমিতি জানিয়েছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে বিক্রি করছেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় তাদের কোনো সমস্যা হচ্ছে না। আর জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের মধ্যেই আছে। তাই মানুষ ঈদবাজারে আগে থেকেই ঝুঁকে পড়েছে। সামনে ভিড় আরও বেশি থাকবে।


সর্বশেষ সংবাদ