টেকনাফে নৌকাডুবি: চার মরদেহ উদ্ধার, এক বিজিবি সদস্যসহ নিখোঁজ অনেকে

  © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় সমুদ্রে নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনায় উদ্ধারে গিয়ে নিখোঁজ হয়েছেন এক বিজিবি সদস্য। তিনি শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত বিল্লাল হোসেন। তিনি সিপাহি পদে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২১ মার্চ) রাতের মিয়ানমার থেকে পালিয়ে আসা একটি নৌকা। সেখানে পুরোটাই রোহিঙ্গাবোঝাই ছিলো। নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপ পৌঁছালে সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন। পরে কাছাকাছি গিয়ে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্যরা।

এ সময়  সাগর উত্তাল হলে ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবির অন্য সদস্যরা। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।

পরবর্তীতে শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। যার মধ্যে এক শিশু এবং তিনজন নারী ছিলো। তবে নিখোঁজ বিজিবি সদস্যের এখনো কোনো সন্ধান মেলেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত পঁচিশজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চার রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবির সদস্যসহ আরও বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence