কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় একটি ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত মর্টারশেলটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামের ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙারি মালামাল গোছানোর সময় মর্টারশেলটি দেখতে পান। পরে বিষয়টি মালিক মো. টুটুল মিয়াকে জানালে তিনি অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি শনাক্ত করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে সেনাবাহিনীকে জানালে রাত একটার দিকে তারা মর্টারশেল বালতির ভেতর বালু চাপা দিয়ে দোকানটিকে তালাবদ্ধ করে রাখে।
আরও পড়ুন: সময়োপযোগী হচ্ছে বিসিএসের সিলেবাস, কার্যকর ৪৮তম থেকে
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জরুরি সেবা ৯৯৯-এর ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টারশেলটি শনাক্ত করে সেনাবাহিনীকে জানাই। সারা রাত পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করতে কাজ করবে।’