লোহাগাড়ায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা

 শিশু আছিয়ার গায়েবানা জানাজা
শিশু আছিয়ার গায়েবানা জানাজা  © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাগুরায় নির্মম ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) তারাবির নামাজের পর লোহাগাড়ার বেস্ট চৌধুরী প্লাজার সামনে এ কর্মসূচি পালন করা হয়। গায়েবানা জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

গায়েবানা জানাজার পর নিহতের পরিবারের পক্ষ থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। এছাড়া, সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। এর আগে গত ৫ মার্চ মাগুরা শহরতলীর একটি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি।

এ ঘটনায় মাগুরা সদর থানায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও আহত করার অভিযোগে মামলা করেন। মামলায় শিশুটির ভগ্নীপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। এরই মধ্যে তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ