ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে লোহাগাড়ার ছাত্র-জনতার মশাল মিছিল 

লোহাগাড়ার ছাত্র-জনতার মশাল মিছিল 
লোহাগাড়ার ছাত্র-জনতার মশাল মিছিল   © টিডিসি সম্পাদিত

ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ার ছাত্র-জনতার মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) তারাবির নামাজের পর রাত ১০টার দিকে বটতলী মোটর স্টেশন চত্বরে এক মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি স্টেশন চত্বর প্রদক্ষিণ করে পরে মাশাবি হোটেল চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।

এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমান, তামিম মির্জা, রাকিবুর রহমানসহ আরও অনেকে। মশাল মিছিলটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ