নেত্রকোনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১২ মার্চ ২০২৫, ০৬:৩৪ PM

নেত্রকোনার খালিয়াজুরীতে বাড়ির সামনের পুকুর থেকে সুনু মিয়া (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার উত্তরহাটি এলাকার একটি পুকুর থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে গোসল করতে গিয়ে সুনু মিয়া আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও পাননি। পরে বুধবার সকালে পুকুরের পানিতে লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, সুনু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।