ঘাস কাটতে গিয়ে মিলল তরুণের অর্ধগলিত লাশ

১২ মার্চ ২০২৫, ০৫:৫১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
সুধারাম থানা

সুধারাম থানা © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলা থেকে নিখোঁজের তিন দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ইঁদুর মারা বিষ খেয়ে ওই তরুণ আত্মহত্যা করে। বুধবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির নুর নবী গাজীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় এক বাসিন্দা করিমপুর গ্রামের কালা মিয়া পোল সংলগ্ন মেহগনি বাগানের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায়। ওই সময় সেখানে তিনি কামরুলের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক 

সুধারাম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শ্রীবাস চন্দ্র দাস বলেন, ‘কামরুল বেকার ছিলেন, প্রায় শ্বশুর বাড়িতে থাকতেন, নিজের বাড়িতে কম থাকতেন। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করতেন। তার মরদেহের পাশে ইঁদুর মারার বিষের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঁদুরের বিষ খেয়ে ‘আত্মহত্যা’ করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬