সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগে সমাবেশ

২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৭ AM
বয়স বৃদ্ধির দাবিতে সমাবেশ

বয়স বৃদ্ধির দাবিতে সমাবেশ © টিডিসি ফটো

সরকারি চাকরিতে বয়সবৃদ্ধিসহ চার দফা দাবিতে শাহবাগে সমাবেশ করছে চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সমাবেশ শুরু হয়। এতে প্রায় দেড়শতাধিক চাকরিপ্রত্যাশী অংশ নেন। সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সমন্বয়ক মানিক রিপন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষেদের প্রধান সমন্বয়ক আল কাউসার, মুখপাত্র ইমতিয়াজ হোসেন, ঐক্য পরিষদের সমন্বয়ক রিগান ও রিমা।

বয়স বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রত্যাশীরা। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সে দাবি মানা হচ্ছে না। গত ১৬ জানুয়ারি রাজধানীর নীলক্ষেত মোড় ও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছিলেন।

আরও পড়ুন- বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগে জড়ো হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা

চাকরিপ্রত্যাশীরা জানান, রাষ্ট্রপতি, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের সবার কাছেই দাবি নিয়ে গেছেন তারা। সবাই শুধু আশ্বাস দিয়েছে। এছাড়া ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও সেটি এখনো পূরণ করেনি দলটি। আমরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই। তারা জানান, সরকারের উদাসীনতার কারণে চাকরিতে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বারবার পিছিয়ে যাচ্ছে।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬