চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করার দাবি

৪ দফা দাবিতে সমাবেশ
৪ দফা দাবিতে সমাবেশ  © সংগৃহীত

সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করাসহ ৪ দফা দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির অন্য দাবিগুলো হলো- সরকারি সবধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি; নিয়োগ পরীক্ষা (প্রিলিমিনারি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে; একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সমাবেশ থেকে বক্তারা আরও জানান, বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এ দেশের যুব প্রজন্মের প্রত্যাশা একটু ভিন্ন মাত্রাই থাকে। আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালে নির্বাচনি ইশতেহারে উল্লেখ করা হয়, পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু চরম দুর্ভোগে দীর্ঘ সেশনজট ও করোনায় প্রায় ২ বছরের ক্ষতিগ্রস্থ হওয়া চরম বাস্তবতার মাঝেও ৩ বছর আগে ছাত্র সমাজকে দেওয়া সরকারের নির্বাচনি ইশতেহার এখনও বাস্তবায়িত হয়নি। ইশতেহারের বাস্তবায়ন যুব সমাজের প্রাণের দাবি।

সমাবেশে উপস্থিত ছিলেন সর্বদলীয় চাকরি প্রত্যাশী ঐক্য পরিষদের আব্দুল্লাহ-আল-মামুন, ওমর ফারুক, মানিক হোসেন রিপন, সাদেকুল মিলন, নিতাই সরকার, তাসলিমা লিমা, তানভির হোসেন, আনোয়ার সাকিন, ইমতিয়াজ হোসেন, ইবনে তানজির, এম এ আলী, অক্ষয় রায়, ফকির আল মামুন, শারমিন সুলতানা, সুমনা রহমান, মার্জিয়া মুন, সায়রা হক, সাজিদ রহমান ও মইনুল হোসেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence