৪ দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান

৪ দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান
৪ দাবিতে শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি করাসহ চার দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ নামে চাকরিপ্রার্থীদের একটি সংগঠন। বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন প্রায় পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী।

তাদের দাবিগুলো হলো- সকল চাকরিতে আবেদনের বয়সসীমা কৃতি তার করতে হবে, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

এ সময় তারা ‘শেখ হাসিনার বাংলায়, বৈষম্যের ঠাঁয় নাই,’ ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন,’ ‘দাবি মোদের একটাই, বয়সসীমা বৃদ্ধি চাই,’ ‘মুক্তিযোদ্ধাদের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’ ইত্যাদি স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারীরা বলেন, ২০১১ সালে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৬০ বছরে উন্নীত করা হয়। কিন্তু সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ১৯৯১ সালে যখন গড় আয়ু ৫৭ বছর ছিল, তখন শেষবারের মতো ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। এই ৩০ বছরে গড় আয়ু ১৮ বছর বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হলেও বৃদ্ধি হয়নি চাকরিতে প্রবেশের বয়সসীমা।

তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর হলেও বিসিএস স্বাস্থ্য, জুডিশিয়ারি ও বিদ্যমান কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। তাই সংবিধান অনুযায়ী বয়স বৃদ্ধি এখন সময়ের দাবি।

কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় ঘুরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়েছে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পুলিশি বাধার মধ্যেই দুপুর ১টার দিকে আবারও তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। তাদের ঘিরে পুলিশকেও অবস্থান নিতে দেখা গেছে।


সর্বশেষ সংবাদ