‘উদ্দীপন’ এনজিও এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’  © ফাইল ফটো

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ এর নামে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি প্রতারক চক্র। এ চক্রটি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাকরী প্রত্যাশীদের কাছ থেকে জামানতের নামে মোটা অংকের টাকা, চেক এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উদ্দীপনে কর্তৃপক্ষ এক সংবাদমাধ্যমে জালিয়াতির ওই চক্রটি থেকে সাবধান করে সর্তকীকরণ নোটিশ প্রকাশ করেছে।

এ সতর্কী নোটিশে বলা হয়েছে, এ ধরনের জালিয়াতির সাথে সংস্থাটির কোন কর্মকর্তা অথবা কর্মী জরিত নন। প্রতারকদের বিজ্ঞাপনে প্রতারিত হতে নিষেধ করা হয়েছে । ওই বিজ্ঞাপন থেকে কেউ প্রতারিত হলে তাদের প্রতিষ্ঠান এ জন্য দায়ী থাকবে না।

এতে আরো জানানো হয়, উদ্দীপন সোসাইটিতে কোন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেটা সংস্থার ওয়েব সাইট, বিডিজবস ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

আর যে কোনো তথ্যের জন্য www. uddipan.org অথবা কল সেন্টারে যোগাযোগ করুন।

উল্লেখ্য, প্রতারকরা ‘উদ্দীপনা সোসাইটির নিয়োগ’ শিরোনামে ৭৬০টি পদের বিজ্ঞপ্তিটি প্রকাশ করে। এতে পরিবার পরিকল্পনা পরিদর্শক , ইউনিয়ন অর্গানাইজার, অফিস সহকারী ও সেবক /সেবিকা পদের বিবরণ রয়েছে।


সর্বশেষ সংবাদ