৮ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা ২৭ নভেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ০৮:৫৯ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২১, ০৯:০৪ PM
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংক এবং ১টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগামী (২৭ নভেম্বর) শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ১০০ নম্বরের ১ ঘন্টার এমসিকিউ এ পরীক্ষা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো: আজিজুল হক সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৮৬৮ পদের পরীক্ষার প্রতিষ্ঠানগুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বিকেবি, রাকাব, বিডিবিএল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।
পরীক্ষা শুরু হওয়ার অন্তত ১ ঘন্টা পূবে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রবশেপত্র ও মাস্ক ছাড়া পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের সময় নির্ধারিত ছিল।