পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সব শূন্যপদে নিয়োগ: পিএসসি চেয়ারম্যান

১২ জুন ২০২১, ০১:২৭ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলেই সব শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। অনেকে করোনাকালে সময় নষ্ট হচ্ছে বলে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি করছেন। মূলত মহামারির কারণে কারও সময় নষ্ট হচ্ছে না। সবাই যথাসময়েই আবেদন করতে পারছেন।’

শনিবার (১২ জুন) করোনাকালে নিয়োগ বিলম্ব ও চাকরিপ্রার্থীদের হতাশার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

সোহরাব হোসাইন বলেন, ‘আমরা হিসাব করে যথাসময়ে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে সবাই আবেদন করতে পারে। পরীক্ষা না নিতে পারলেও যাদের আবেদনের যোগ্যতা আছে তারা এই সময়ে আবেদন করে রেখেছে। সর্বশেষ ৪৩তম বিসিএস বিজ্ঞপ্তিতে আমরা কয়েক দফা আবেদনেরও সুযোগ দিয়েছি। কেউ বঞ্চিত হচ্ছে না।’

তিনি বলেন, ‘করোনার কারণে বিশ্বজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি চলছে, এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো কারও নেই। তবে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। নিয়োগ পাওয়ার পর গত ৮ মাসে আমি যতটা সম্ভব নিয়োগের সুপারিশ করেছি। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি নিয়েছি, ৪২তম স্পেশাল বিসিএসের ভাইভা চলছে। প্রতিদিন ২২০ জনের ভাইভা নেয়া হচ্ছে। রিস্ক নিয়ে এসব কাজ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখন আমরা যদি ডাক্তার, নার্স নিয়োগ না করি, তাহলে চিকিৎসা দেবেন কারা।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের রোমহর্ষক অভিযানের ব…
  • ০৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানকে 'রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ' বলল ক…
  • ০৪ জানুয়ারি ২০২৬
আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী মজনুর কোটি টাকার স…
  • ০৪ জানুয়ারি ২০২৬
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৪ জানুয়ারি ২০২৬
কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!