৫ ব্যাংকে ১৪৩৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ০৯:৫১ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২১, ১০:১২ PM
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৫টি ব্যাংক। ব্যাংকগুলোর ১৪৩৯টি শূন্য পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আগামী ২২ ফেব্রুয়ারীর মধ্যে আবেদন করতে হবে।
আজ রবিবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদের নাম: ‘অফিসার (ক্যাশ)’ (২০১৯ সাল ভিত্তিক)
পদ সংখ্যা: ১৪৩৯টি
(ক) সোনালী ব্যাংক লি. ৮৪৬টি
(খ) জনতা ব্যাংক লি. ১০৫টি
(গ) অগ্রণী ব্যাংক লি. ৪০০টি
(ঘ) রূপালী ব্যাংক লি. ৮৫টি
(ঙ) বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লি. ০৩টি
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর টাকা ১৬,০০০-৩৮,০০০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা:
(ক) স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ৪ বছর (চার) বছরের স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
(গ) কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
বয়স (০১/০৩/২০২০ তারিখে):
(ক) মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতিত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
(খ) মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২২/০২/২০২১ তারিখ, ১১:৫৯টা।