৭ দিনের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৭ PM
আগামী এক সপ্তাহের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ সহ চারদফা দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণবিক্ষোভ পালন শেষে এ হুঁশিয়ারি দেন তারা।
এদিকে কনকনে শীতের মধ্যে গত একমাস অনশনের পরও দাবি না মেনে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন আন্দোলনের ফলে তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তীব্র শীতের কারণে আমরণ অনশনে যাওয়া আন্দোলনকারীরা মৃত্যুর ঝুঁকিতেও পড়ছেন বলে দাবি করেন তারা।
গণবিক্ষোভ কর্মসূচীতে তারা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি না করে সরকার ২৮ লক্ষ মেধাবীদের ঠকাচ্ছে। তারা এদেশের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আমরা চাকরি চাইনা, চাকরিতে আবেদনের সুযোগ চাই। আমরা এই দেশ এবং জাতির সেবা করে বাঁচতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তারা বলেন, মানবতার মা আজ আপনি কোথায়? আপনার সন্তানেরা আজ ৩৫সহ ৪ দফা দাবি আদায়ে দীর্ঘ এক মাস অনশন করে আসছি। কিন্তু দুঃখের বিষয় আপনার পক্ষ থেকে কোন রকম সাড়া নেই। দয়া করে আমাদের আবেদন করার সুযোগ দিন। বিশ্ব আপনাকে মানবতার মা হিসেবে আখ্যা দিলেও ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজের প্রতি সুদৃষ্টি না দিলে এটা হবে এক মহা অমানবিক দৃষ্টান্ত।
এর আগে দাবি মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারীরা। কিন্তু সংশ্লিষ্টদের কোন আশ্বাস না পাওয়ায় টানা ১০ দিন গণঅনশন শেষে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরণ অনশন শুরু করেছে ৩৫ চাই আন্দোলনকারীরা। আমরণ অনশনের ২৩তম দিন চলছে আজ। তারা বলছেন, সরকার ৩৫ চাইদের দাবি না মানায় মৃত্যুর পথ বেছে নিয়েছি। গত ৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে কাফন সমাবেশ, গণঅনশন ও আমরণ অনশন চালিয়ে আসছেন ৩৫ প্রত্যাশীরা।
গণবিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুজাম্মেল মিয়াজী, সুরাইয়া ইয়াসমিন, রেশমা আক্তার, উজ্জল সরকার, এস.এ. সজীব আহমেদ, মোছাদ্দেক আলী রাসেল, উজ্জল কুমার, জিয়াউর রহমান, নাজিম উদ্দিন, মাসুদুল আলম, মোশাররফ হোসেন সোহেল, শরিফ সৌরভ, ইব্রাহিম খলিল, দোলন বাশার, পারভেজুর রহমান, সুমন ইসলাম প্রমুখ।