লটারির মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে ৫৪৮ জনের পদোন্নতি

  © ফাইল ফটো

ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবস্থাপনা বিভাগ ও সেটেলমেন্ট বিভাগের সার্ভেয়ার এবং সমমানের পদ (৩য় শ্রেণি) থেকে ৫৪৮ জনকে কানুনগো ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার (২য় শ্রেণি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। লটারির মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।

বুধবার (১১ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ে এ লটারির আয়োজন করা হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত লটারিতে ৫৪৮ জনকে পদোন্নতি দেওয়া হয়।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি জানান, সবাই পছন্দের এলাকায় পদায়ন চায়। এক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা রয়েছে। সবাইকে এক জায়গায় দেওয়া যায় না। তাই লটারির মাধ্যমে এ সব কর্মকর্তার পদায়ন করা হচ্ছে।’

মন্ত্রী আরও বলেন, ‘ভূমি মন্ত্রণালয়কে আমরা একটি শৃঙ্খল পদ্ধতিতে এগিয়ে নিতে চাই। লটারির মাধ্যমে যেভাবে পদোন্নতি দেওয়া হলো এতে প্রশ্ন ওঠার কোনো সুযোগ নেই।’
বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর পরিবর্তনের একটি বার্তা দেওয়া হচ্ছে। যে কোনো অভিযোগ এলে আমরা তার সত্যতা যাচাই করি। এরপরই ব্যবস্থা নেওয়া হয়। আমি তো আর সবসময় এখানে থাকব না। তাই ভবিষ্যতে যারা আসবেন, আশা করি তারাও এই পদ্ধতি অনুসরণ করবেন।’

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার থেকে ১০ হাজার সার্ভেয়ার ও সেটেলমেন্ট অফিসার নিয়োগ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান বলেন, ‘বিভিন্ন মামলা ও অন্যান্য কারণে ২০০৭ সাল থেকে সার্ভেয়ারদের পদোন্নতি দেওয়া যায়নি। তবে এবার সে বাধা দূর হলো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence