পুলিশের অনুমতি না মেলায় ‘৩৫ চাই’র কর্মসূচি স্থগিত: ২৬ এপ্রিল অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯, ১১:৪১ AM , আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:২৩ PM
পুলিশের অনুমতি না মেলায় পূর্ব ঘোষিত আগামী ১২ থেকে ১৪ এপ্রিলের কর্মসূচি স্থগিত করেছে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ(বাসাছাপ)। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইমতিয়াজ হোসেন আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন।
নতুন ঘোষিত কর্সূচি অনুযায়ী আগামী ২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এরপর থেকে দাবি আদায়ে লাগাতার কর্মসূচি পালন শুরু করবেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।
এ ব্যাপারে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, পূর্ব ঘোষিত ১২ থেকে ১৪ তারিখের কর্মসূচি পহেলা বৈশাখের পূর্বে নিরাপত্তা জনিত কারণে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী অনুমতি দেয়নি। একদিনের কর্মসূচিতে ৩৫ দাবি পূরণ হবেনা।
এজন্য আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে এতে জানানো হয়েছে। এবার দাবি আদায় না করে মাঠ ছাড়বেন না জানিয়ে তারা বলেছেন, এবারের অবস্থান ৩৫ আদায়ের, এবারের অবস্থান ৩৫ বিজয়ের অবস্থান।
এ ব্যাপারে ইমতিয়াজ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শাহবাগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে আমরা পুলিশের নিকট অনুমতি চেয়েছিলাম। তবে পহেলা বৈশাখের নিরাপত্তাজনিত কারণে তারা অনুমতি দেয়নি। যে কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে ২৬ এপ্রিল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘কর্মসূচি পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকজনের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনও করা হয়েছে।’ তবে এখনো অনুমিত মেলেনি বলেও জানান তিনি।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ (বাসাছাপ)। ইতোমধ্যে তাদের এই দাবিতে সরকারের সংশ্লিষ্টরাসহ অনেকে সম্মতি জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরও এ দাবিতে সমর্থন জানিয়েছেন। এছাড়া ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও সম্মতি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে গত মাসে ‘৩৫চাই’ আন্দোলনরত চাকরীপ্রত্যাশীদের সাথে একাত্মতার ঘোষণা করে তিনি বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এ উন্নীত করার দাবি আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়। আমি নৈতিকভাবে এই দাবিকে সমর্থন করি।’