‘৩৫ চাই’ দাবিতে সম্মতি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস রাব্বানীর

২৪ মার্চ ২০১৯, ০৮:০৫ PM

© সংগৃহীত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ (বাসাছাপ)। ইতোমধ্যে তাদের এই দাবিতে সরকারের সংশ্লিষ্টরাসহ অনেকে সম্মতি জানিয়েছেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও সম্মতি জানিয়েছেন।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে ‘৩৫চাই’ আন্দোলনরত চাকরীপ্রত্যাশীদের সাথে একাত্মতার ঘোষণা দিয়েছেন ডাকসুর জিএস। তিনি বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এ উন্নীত করার দাবি আমার কাছে অত্যন্ত যৌক্তিক মনে হয়। আমি নৈতিকভাবে এই দাবিকে সমর্থন করি।’

তিনি আরো বলেন, ‘প্রত্যাশা রাখি, লাখো বেকার ভাইবোনদের প্রাণের চাওয়াটি সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখবে। বিশ্বের উন্নত দেশগুলো যদি চাকরিতে ৫৯ বছর বা অবসরের আগের দিন পর্যন্ত রাখতে পারে। তাহলে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কেন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করতে পারবে না?’

গোলাম রাব্বানীর ফেসবুক স্ট্যাটাস

 

এদিকে গোলাম রাব্বানীর সম্মতি দেয়ার পর ‘৩৫ চাই’ আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন তার ফেসবুক আইডিতে লিখেন,  ‘প্রায় এক তৃতীয়াংশ প্রভাবশালী মাননীয় মন্ত্রীরা ৩৫ এর পক্ষে মতামত দেন, দিচ্ছেন। শ’ খানেক পার্লামেন্ট মেম্বার ৩৫ সাপোর্ট করে সংসদে প্রস্তাব পেশ করেন। আমাদের রাষ্ট্রের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতিও ৩৫ কে নৈতিকভাবে সাপোর্ট করেন। আমার প্রশ্ন হলো, তাহলে ৩৫ হচ্ছে না কেন? রেজাল্ট আসছে না কেন? দেশের লক্ষ লক্ষ ৩৫ প্রত্যাশীদের পক্ষ থেকে বলছি, সদ্য নির্বাচিত ডাকসু ভিপি নূরুল হক নুর এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী ভাইকে বিনীত অনুরোধ করছি। আপনারা উদ্যোগ নিয়ে দ্রুতই দাবিটি বাস্তবায়নের চেষ্টা করুন, দায়িত্ব নিয়ে ৩৫ এর একটা সুরাহা করুন। আমরা আপনাদের সাথে আছি।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ)।  এ নিয়ে সরকারের উচ্চ মহলের সাথেও নিয়মিত যোগাযোগ করছেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে এখনো আশানুরুপ কোন ফল পাননি আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

দাবি আদায়ে শিগগিরই বড় কর্মসূচি ঘোষণা করবেন বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা চলছে। স্বল্প সময়ের মধ্যে তা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, ১২ ফেব্রুয়ারি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬