বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনী

৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘কমিশন্ড অফিসার’ নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ জানুয়ারি শুরু হয়েছে—চলবে ২১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ-৫ এবং অন্যটিতে জিপিএ-৪.৫০ পেতে হবে;

*ইংরেজি মাধ্যমের হলে ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা,

*‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং একটিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*২০২৫ সালের এইচএসসি বা ‘এ’ লেভেলের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড বা সমমানের ফলাফল থাকতে হবে;

অন্যান্য যোগ্যতা—

*অবশ্যই অবিবাহিত হতে হবে;

*বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে (১ জানুয়ারি ২০২৬ তারিখে);

*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

*পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজির মধ্যে হতে হবে;

*নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজির মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, ট্যাপ, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকাসহ মোট ২,০০০ টাকা জমা দিতে হবে;

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা—

স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৫ থেকে ৩০ এপ্রিল তারিখে বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে;

লিখিত পরীক্ষা—

প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ৯ মে ২০২৫ (শুক্রবার) সকাল ৯টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে;

আইএসএসবি পরীক্ষা—

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবিতে সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে;

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা—

আইএসএসবি পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

চূড়ান্ত নির্বাচন—

স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের সেনা সদর, এজির শাখা, পিএ পরিদপ্তরের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে এবং যোগদানবিষয়ক নির্দেশিকা প্রদান করা হবে;

বিএমএ প্রশিক্ষণ —

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে ৩ বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা ‘লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করবেন;

বেতন—

সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন প্রাপ্ত হবেন অফিসার ক্যাডেটরা;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে ও কমিশন পাওয়ার পর ক্যাডেট ও অফিসাররা বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন;

*ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন;

*বাসস্থানের সুযোগ প্রাপ্ত হবেন;

*সামরিক হাসপাতালে চিকিৎসাসুবিধা পাবেন। এ ছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে বিধি মোতাবেক নগদ অর্থসহ বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন;

*সন্তানদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ, ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এমআইএসটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন অনলাইনে

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, অথবা পরিচালক, পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস-এ ঠিকানায় যোগাযোগ করুন।

উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি দলে মোস্তাফিজ
  • ১৯ জানুয়ারি ২০২৬
এনসিপি’র আশুলিয়া উপজেলা সমন্বয় কমিটি গঠিত
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, তিন দিনের রিমান্ডে আস…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আরএফএল গ্রুপে, পদ ১০, নেবে ম্যানেজমেন্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9