বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি, আবেদন অনলাইনে

সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটি সৈনিক পদে সাধারণ (জিডি) ও টেকনিক্যাল ট্রেডে (টিটি) কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। নির্দিষ্ট বয়সের বাংলাদেশি নারী-পুরুষ সবাই পারবেন আবেদন করতে। এ ছাড়া বিএনসিসির সদস্য, সেনা সদস্যদের সন্তান ও টিটিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও পৃথকভাবে আবেদন করতে পারবেন। তিন ধাপে নির্বাচন করা হবে প্রার্থী। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা (সাধারণ ট্রেড)—

*সাধারণ ট্রেডের (নারী ও পুরুষ) প্রার্থীদের এসএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

*২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি হওয়া যাবে না;

আবেদনের যোগ্যতা (টেকনিক্যাল ট্রেড)—

*টেকনিক্যাল ট্রেডের (নারী ও পুরুষ) প্রার্থীদের এসএসসি ভোকেশনাল থেকে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

*এসএসসি/সমমানের (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩ থাকতে হবে;

*কারগিরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম ৩ মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে;

*২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বয়স ১৭ বছরের কম এবং ২১ বছরের বেশি হওয়া যাবে না;

*শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য, অর্থাৎ ১৭ থেকে ২২ বছর;

আরও পড়ুন: প্রাণ গ্রুপে চাকরি, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৩০০

শারীরিক যোগ্যতা (পুরুষ প্রার্থী)—

*উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি;

*ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি;

*ওজন ন্যূনতম ৪৯.৯০ কেজি;

*বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি;

*অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে;

আরও পড়ুন: নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, নেবে ৮৮

শারীরিক যোগ্যতা (নারী প্রার্থী)—

*উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি;

*ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট;

*ওজন ন্যূনতম ৪৭ কেজি হতে হবে;

*বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি;

*অবিবাহিত ও অবশ্যই সাঁতার জানতে হবে;

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা মোবাইল এসএমএস এবং অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর নিয়ম বিস্তারিত দেখতে পারবেন বিজ্ঞপ্তিতে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা দিতে হবে;

প্রার্থী নির্বাচন পদ্ধতি—

যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় কয়েক ধাপে। স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

আবেদনের সময়সীমা: ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত;


সর্বশেষ সংবাদ