প্রাণ গ্রুপে চাকরি, নেবে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার, পদ ৩০০

৩০০ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে
৩০০ অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) নিয়োগে আবেদন চলছে প্রাণ গ্রুপে  © প্রতীকী ছবি

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ৩০০ কর্মী নিয়োগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম);

পদসংখ্যা: ৩০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: এসিআই লিমিটেডে চাকরি, আবেদন এইচএসসি পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা—

*প্রভিডেন্ট ফান্ড;

*ভ্রমণ ভাতা;

*চিকিৎসা ভাতা;

*৬ মাস পর টেরিটরি সেলস ম্যানেজার হওয়ার সুযোগ;

*বিক্রয় কমিশন (মাসভিত্তিক);

*টিএ/ডিএ বিল;

*মোবাইল বিল;

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব ভাতা বছরে ২টি;

আরও পড়ুন: ৩০০০০ বেতনে চাকরি ব্র্যাকে, যাতায়াত ভাতাসহ দেবে নানান সুবিধা

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমএসসি/বিবিএ/বিএসসি ডিগ্রি থাকত হবে;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জানুয়ারি ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!