সরকারি যানবাহন অধিদপ্তর নেবে ৫৩০ কর্মী, আবেদন অনলাইনে 

১৪ থেকে ২০তম গ্রেডের ১৭ পদে ৫৩০ কর্মী নেবে সরকারি যানবাহন অধিদপ্তর
১৪ থেকে ২০তম গ্রেডের ১৭ পদে ৫৩০ কর্মী নেবে সরকারি যানবাহন অধিদপ্তর   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ২০তম গ্রেডের ১৭ পদে ৫৩০ জনের নিয়োগে রবিবার (১৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আবেদনগ্রহণ ২০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সরকারি যানবাহন অধিদপ্তর;

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ১০,২০০—২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

২. পদের নাম: মেকানিক গ্রেড-বি;

পদসংখ্যা: ১৯টি; 

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ (গ্রেড-১৫);

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ৩৩৩টি; 

বেতন: ৯,৭০০—২৩,৪৯০ (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

৪. পদের নাম: গাড়িচালক; 

পদসংখ্যা: ৭৩টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৪টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: হিসাব সহকারী ;

পদসংখ্যা: ৫টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৭. পদের নাম: টাইম কিপার;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৮. পদের নাম:  ইনডেন্ট সহকারী;

পদসংখ্যা: ২টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৯. পদের নাম: জব সহকারী;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১০. পদের নাম: স্টোরম্যান;

পদসংখ্যা: ১টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১১. পদের নাম: লেজার সহকারী; 

পদসংখ্যা: ৩টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১২. পদের নাম: স্পীডবোট চালক;

পদসংখ্যা: ১০টি; 

বেতন: ৯,৩০০—২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

শিক্ষাগত যোগ্যতা: স্পীডবোট চালনায় ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

১৩. পদের নাম: মেকানিক গ্রেড-ডি;

পদসংখ্যা: ১৬টি; 

বেতন:৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৪. পদের নাম: ডেসপাচ রাইডার;

পদসংখ্যা: ১১টি; 

বেতন:৮,৮০০—২১,৩১০ টাকা (গ্রেড-১৮);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৫. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি; 

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৬. পদের নাম: ক্লিনার/হেলপার;

পদসংখ্যা: ২৯টি;  

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৭. পদের নাম: নিরাপত্তা প্রহরী;

পদসংখ্যা: ১৬টি ;

বেতন:৮,২৫০—২০,০১০ টাকা (গ্রেড-২০);

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ১২ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ১৩ থেকে ১৭ নম্বর পদের জন্য ১১২ টাকা পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ