বড় নিয়োগ উন্নয়ন সংস্থা আরডিএফে, নেবে ১২২ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০১:৩২ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। সংস্থাটি মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনায় ৩ ক্যাটাগরির পদে ১২২ জনের নিয়োগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বরের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ);
১. পদের নাম: এরিয়া ম্যানেজার;
পদসংখ্যা: ১২টি;
বেতন: শিক্ষানবিশকালে ৩৫,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ৩৯,৮৭১ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*টিএ (প্রযোজ্য ক্ষেত্রে);
*মোবাইল বিল;
*প্রভিডেন্ট ফান্ড;
*কর্মীকল্যাণ তহবিল;
*উৎসব ভাতা বছরে ২টি (মূল বেতনের সমান এবং চাকরি স্থায়ী হওয়ার ১ বছর পর থেকে);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সমব্যবস্থাপনা পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
*মোটরসাইকেল চালানোর অভিজ্ঞ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: উচ্চ বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল ঢাকা
২. পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার;
পদসংখ্যা: ৩০টি;
বেতন: শিক্ষানবিশকালে ৩৪,০০০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ২৯,৮৫০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*টিএ (প্রযোজ্য ক্ষেত্রে);
*মোবাইল বিল;
*প্রভিডেন্ট ফান্ড;
*কর্মীকল্যাণ তহবিল;
*উৎসব ভাতা বছরে ২টি (মূল বেতনের সমান এবং চাকরি স্থায়ী হওয়ার ১ বছর পর থেকে);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সমব্যবস্থাপনা পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
*মোটরসাইকেল চালানোর অভিজ্ঞ হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে ৩০ পদে নিয়োগ সিঙ্গারে, বয়স ২৪ হলেই আবেদন
৩. পদের নাম: লোন অফিসার/ফিল্ড অর্গানাইজার
পদসংখ্যা: ৮০টি;
বেতন: শিক্ষানবিশকালে ১৬,১৫০ টাকা। চাকরি স্থায়ীকরণের পর ১৯,৮৪০ টাকা;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*টিএ (প্রযোজ্য ক্ষেত্রে);
*মোবাইল বিল;
*প্রভিডেন্ট ফান্ড;
*কর্মীকল্যাণ তহবিল;
*উৎসব ভাতা বছরে ২টি (মূল বেতনের সমান এবং চাকরি স্থায়ী হওয়ার ১ বছর পর থেকে);
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস থাকতে হবে
*শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*সমব্যবস্থাপনা পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে;
বয়স: ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;
আরও পড়ুন: ওয়ালটন কল সেন্টারে ২০,০০০ টাকা বেতনে চাকরি, পদ ১০
দরকারি কাগজপত্র—
*স্বহস্তে লিখিত আবেদনপত্র;
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;
*শিক্ষাগত যোগ্যতার সনদ;
*২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
*অভিজ্ঞতার সনদ;
আবেদন যেভাবে—
দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
পরিচালক, মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), প্রধান কার্যালয়, আরডিএফ ভবন, বাড়ি নম্বর ২১, রোড নম্বর ১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, ব্লক-খ, আদাবর, ঢাকা-১২০৭;
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ নভেম্বর ২০২৪;
আবেদনসম্পর্কিত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—