চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরের নিচে হলে আন্দোলন

  © সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী পরিষদ। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন যাবৎ একদল চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এই আন্দোলন চলমান। আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো লিখিত আদেশ পাইনি। ৩০ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার ৩০ সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে নিবে। আবেদনের বয়সসীমা ৩৫ বছরের নিচে যেন না হয়। ৩৫ বছর থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি।

আরেক চাকরি প্রত্যাশী মোশাররফ পাঠান বলেন, আমরা জনদুর্ভোগ চাই না। আশা করছি ৩০ তারিখের আগে সরকার আমাদের দাবি মেনে নেবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। তবে আমরা কোনো আল্টিমেটাম দিতে চাই না।


সর্বশেষ সংবাদ