বিমানবাহিনীর বিভিন্ন শাখায় অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট
বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট  © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী (DE 2025A) এবং শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2025A) কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী

কোর্সের নাম: ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি/এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী (DE 2025A) এবং শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান) শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (SPSSC 2025A) কোর্স।

১. পদের নামঃ ইঞ্জিনিয়ারিং
পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে। অথবা GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম ‘বি’ এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল / তড়িৎ প্রকৌশল / ইলেক্ট্রনিক্স প্রকৌশল / কম্পিউটার প্রকৌশল / অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স) কেমিক্যাল প্রকৌশলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে।

২. পদের নামঃ লজিস্টিক
পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লেদার ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ সহকারে ন্যূনতম বিএসসি ইন লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে।

৩. পদের নামঃ এটিসি/ এডিডব্লিউসি
পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ অথবা গণিতসহ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

৪. পদের নামঃ শিক্ষা (পদার্থ, অর্থনীতি ও পরিসংখ্যান)
পদ সংখ্যাঃ নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/অর্থনীতি/পরিসংখ্যান বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রিতে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

বয়স: ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ২০-৩০ বছর (DE 2025A কোর্সের প্রার্থীদের জন্য) এবং ২১-৩৫ বছর (SPSSC 2025A কোর্সের প্রার্থীদের জন্য)

বৈবাহিক অবস্থা: অবিবাহিত/বিবাহিত

শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি
নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি।
ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখের মাপ: এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য ৬ বাই ১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখার জন্য ৬ বাই ৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রশিক্ষণকালীন ১০,৫০০ টাকা (প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন)

আবেদনের নিয়ম: আগ্রহীরা বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা

সম্ভাব্য যোগদানের তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৪

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৪

আবেদন শেষ: ১৭ সেপ্টেম্বর ২০২৪

পরীক্ষার তারিখ ও সময়: ২৮ আগস্ট ২০২৪ এবং ০১, ০৮, ১১, ১৫ ও ১৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৮টা

পরীক্ষার স্থান: বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence