তিন বিসিএস থেকে আরও ৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়  © লোগো

আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ না পাওয়া ২৮তম, ৩৫তম এবং ৪২তম বিসিএসের ৬ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে ২৮তম বিসিএসে ২ জন, ৩৫তম বিসিএসে ৩ জন এবং ৪২তম বিসিএসে একজন রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন এখানে

এতে বলা হয়, ২৮তম, ৩৫তম এবং ৪২তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে এ ৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন: নিয়োগবঞ্চিত বিসিএসের ২৫৯ জনকে নিয়োগের প্রজ্ঞাপন 

এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫টি বিসিএসে বাদ পড়া ২৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় সরকার।

এদিন পিএসসির সুপারিশে ২৮তম বিসিএস থেকে ৪২তম বিসিএস পর্যন্ত ২৫৯ জনকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণাল।


সর্বশেষ সংবাদ